Fromfillup Notice (Correction)
-ঃ ফরমফিলাপ ফি আদায়ের সংশোধিত নোটিশ ঃ-
এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানেরা যাইতেছে যে, বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের প্রেক্ষিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্্রটাইল শিক্ষাক্রমের ২০১৭ সনের ১ম,৩য়,৫ম,৭ম ও ৮ম অনি: পর্বের, পর্ব সমাপনী পরীক্ষার ফরমফিলাপ ও ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম,ও ৮ম অনি: পর্বে পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ আগামী ০৯/১০/২০১৭ ইং তারিখ হইতে ১৯/১০/২০১৭ ইং তারিখ পর্যন্ত চলবে। বিলম্ব ফি ৩০০/- টাকা(ফরমফিলাপ)ও বিলম্ব ফি ৫০০/- টাকা (পরিপূরক) সহ ফরমফিলাপ ফি ২২/১০/২০১৭ ইং তারিখ পর্যন্ত প্রদান করা যাবে। ২২/১০/২০১৭ ইং তারিখ পর হতে কোন প্রকার পরীক্ষার ফরমফিলাপ ফি গ্রহণ করা হবে না। ফরমফিলাপ ফি প্রদানের সময় সকল বকেয়া পরিশোধ করতে হবে।
বিঃ দ্রঃ ক্লাস উপস্থিতির হার ও মধ্যপর্ব পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ফরমফিলাপের অযোগ্য বিবেচিত হবে। (ফরমফিলাপ ফি পরিশোধ থাকা সত্ত্বেও) সকল ছাত্র-ছাত্রীকে বিভাগীয় প্রধানের নিকট হতে ফরমফিলাপের প্রত্যয়ন পত্র ২২/১০/২০১৭ ইং তারিখের মধ্যে নথি শাখায় জমা দিতে হবে। অন্যথায় সে সকল ছাত্র-ছাত্রীর ফরমফিলাপ করা হবে না এবং এর জন্য অত্র ইনস্টিটিউটর দায়ী থাকবে না।
স্বাক্ষরিত
(মো:আব্দুস সবুর)
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট
দিনাজপুর