SAF নোটিশ
নোটিশ
এতদ্বারা অত্র ইনস্টিটিউটের সকল ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রমের ১ম (নতুন ভর্তিকৃত), ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্ব নিয়মিত ও অবিবাহিত শিক্ষার্থীদের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের স্টাইপেন্ড এমআইএস সফটওয়ারে উপবৃত্তির জন্য আবেদন ফরম (SAF) যারা এখনো জমা প্রদান করে নাই নিম্নোক্ত শর্ত সাপেক্ষে নিচের লিঙ্ক হতে জরুরী ভিত্তিতে উপবৃত্তির আবেদন ফরম (SAF) ডাউনলোড করে ফরম পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্রসহ আগামী ২২/০৪/২০২১ ইং তারিখের মধ্যে ইমেইল এর মাধ্যমে জমাদানের জন্য নির্দেশপ্রদান করা হলো।
উপবৃত্তিপ্রাপ্তির আবেদনপত্র গ্রহণের শর্তসমূহঃ
১। শিক্ষার্থীকে অবিবাহিত হতে হবে।
২। পূর্ববর্তী পর্বে কোন রেফার্ড ছাড়াই পর্বসমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
৩। অভিভাবকের (পিতা/মাতার) জাতীয় পরিচয়পত্র দিয়ে অবশ্যই মোবাইল ব্যাংকিং (নগদ/বিকাশ/রকেট) এর নাম্বারটি খোলা হতে হবে।
৪। পূর্বের সেমিস্টার ফি এর সকল প্রকার বকেয়া পরিশোধ থাকতে হবে এবং সেইসাথে আসন্ন/অনুষ্ঠিতব্য পর্বের সেমিস্টার ফি এর নূন্যতম ৩০০০/- টাকা প্রদান করতে হবে।
৫। প্রতিষ্ঠানের ওয়েব সাইট ও ফেসবুক নোটিশ হতে প্রত্যয়নপত্রটি ডাউনলোড করে পূরণপূর্বক প্রদত্ত ই-মেইলে জমা দিতে হবে।
ইমেল আইডি সমূহঃ
ইলেক্ট্রিক্যাল টেকনোলজি : amzadhosen.api@gmail.com
কম্পিউটার টেকনোলজি : ashekdas2021@gmail.com
সিভিল ও আর্কিটেকচার টেকনোলজি : marinakter36@gmail.com
মেকানিক্যাল টেকনোলজি : grobbani.88@gmail.com
টেক্সটাইল ও গার্মেন্টস ডিজাইন টেকনোলজি : hasanjahid016@gmail.com
প্রয়োজনীয় কাগজপত্রঃ
১। শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের ছবি ০১ কপি।
২। শিক্ষার্থীর জন্মনিবন্ধন/জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ০১ কপি।
৩। শিক্ষার্থীর পিতা, মাতা ও অভিভাবকের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি- ০১ কপি।
৪। অগ্রাধিকার ভিত্তিতে প্রতিবন্ধী ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের সমাজসেবা অধিদপ্তর কর্তৃক সনদের ফটোকপি- ০১কপি।
৫। শিক্ষার্থী মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান হলে মুক্তিযোদ্ধা সনদের ফটোকপি- ০১ কপি।
⚠️⚠️ প্রত্যয়ন পত্র ⚠️⚠️ https://drive.google.com/file/d/1JEluSCktCIQqJ-1H4iAq-lBBN4WIUe26/view?usp=sharing
⚠️⚠️ DTE SAF Form ⚠️⚠️ https://drive.google.com/file/d/1UP0-pD2rhonIpZVX9mwBChUyPFNw3k4T/view?usp=sharing
SAF জরুরী বিজ্ঞপ্তি
জরুরী বিজ্ঞপ্তিঃ
এতদ্বারা অত্র ইনস্টিটিউটের সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা পরিস্থিতি অবনতির কারণে উপবৃত্তির আবেদন ফরম ( SAF) এবং অনলাইন ব্যাংক একাউন্ট খোলার প্রয়োজনীয় কাগজপত্র জমাদানের পূর্বোক্ত সময়সূচি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো। পরবর্তীতে স্ব-স্ব বিভাগীয় প্রধানগণ সীমিত পরিসরে শিক্ষার্থীদের সাথে ফোনকলের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
নির্দেশক্রমে-
অধ্যক্ষ
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর।