ক্লাস শুরু ( ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের)
“নোটিশ”
এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল টেকনোলজির সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, চলমান ২য়, ৪র্থ ও ৬ষ্ঠ পর্বের ক্লাস আগামী ০১/০২/২০২০ইং রোজ শনিবার হতে শুরু হবে। উক্ত দিবস হতে সকল শিক্ষার্থীদের নিজ নিজ ডিপার্টমেন্ট/ ওয়েব সাইট/ ফেসবুক পেজ হতে ক্লাস রুটিন সংগ্রহ করে নিয়মিত রূপে ক্লাস করার জন্য নির্দেশ দেওয়া হলো।
প্রকৌশলী জয়ন্ত কুমার সরকার
অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট,
দিনাজপুর।
পরিপূরক ফি আদায়ের নোটিশ
-ঃ পরিপূরক ফি আদায়ের নোটিশ ঃ-
এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের ২য় ও ৪র্থ পর্বের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্সটাইল শিক্ষাক্রমের ২০২০ সনের ১ম ও ৩য় পর্বের পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ আগামী ১৯ শে জানুয়ারি-২০২০ ইং তারিখ হতে ৩০ শে জানুয়ারি-২০২০ ইং তারিখ পর্যন্ত চলবে। পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি (২ বিষয় পর্যন্ত) ১০০০/-টাকা। আগামী ০১ লা ফেব্রুয়ারি-২০২০ তারিখ হতে ০৫ ই ফেব্রুয়ারি-২০২০ ইং তারিখ পর্যন্ত বিলম্ব ফি ৫০০/- টাকা সহ পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি প্রদান করা যাবে। ০৫ ই ফেব্রুয়ারি-২০২০ ইং তারিখের পর কোন পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ ফি গ্রহন করা হবেনা।
- প্রবেশ পত্র উত্তোলনের সময় কোন ক্রমেই পরিপূরক ফি গ্রহন করা হবে না।
- প্রতিষ্ঠান কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে পরিপূরক ফি জমা না করলে ফরমফিলাপ হতে নাম বাতিল করা হবে।
আদেশক্রমে
কর্তৃপক্ষ
Semester Fee Notice_2-4-6-8
-ঃ ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের সেমিষ্টার ফি আদায়ের নোটিশ ঃ-
এতদ্বারা অত্র ইনস্টিটিউট-এর ২য়, ৪র্থ, ৬ষ্ঠ ও ৮ম পর্বের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, তাদের সেমিষ্টার ফি ১২/০১/২০২০ ইং তারিখ হতে ১০/০২/২০২০ ইং তারিখ পর্যন্ত জমা দিতে হবে। ১১/০২/২০২০ ইং তারিখ হতে ২০/০২/২০২০ ইং তারিখ পর্যন্ত জরিমানা ৩০০/- টাকা সহ সেমিষ্টার ফি ও পূর্বের বকেয়া ফি পরিশোধ করতে হবে। সেমিষ্টার ফি বিলম্বে প্রদানের সময় চেয়ে আবেদনপত্র নির্ধারিত তারিখের মধ্যে ব্যাংকের চেক সহ অবশ্যই অভিভাবককে সরাসরি অফিসে এসে জমা দিতে হবে।
বিঃ দ্রঃ * যাবতীয় ফি অত্র প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে জমা দিতে হবে ।
আদেশক্রমে
অধ্যক্ষ
শ্রী শ্রী দুর্গাপূজার বন্ধ
“ছুটির নোটিশ”
এতদ্বারা এ্যাপচাট পলিটেকনিক ইনস্টিটিউট এর সকল টেকনোলজির সকল ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে, “শ্রী শ্রী দুর্গাপূজা” উপলক্ষ্যে আগামী ০৩/১০/১৯ইং তারিখের ক্লাস/পরীক্ষা সমাপ্তির পর হতে ১১/১০/১৯ইং তারিখ পর্যন্ত ক্লাস বন্ধ থাকবে। আগামী ১২/১০/১৯ইং তারিখ হতে ক্লাস ও একাডেমিক কার্যক্রম যথারীতি চলবে।