Aptouch Polytechnic Institute

Fromfillup Notice (Correction)


-ঃ ফরমফিলাপ ফি আদায়ের সংশোধিত নোটিশ  ঃ-



              এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল ছাত্র-ছাত্রীদের অবগতির জন্য জানানেরা যাইতেছে যে, বোর্ড কর্তৃক নির্ধারিত তারিখের প্রেক্ষিতে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা-ইন-টেক্্রটাইল শিক্ষাক্রমের ২০১৭ সনের ১ম,৩য়,৫ম,৭ম ও ৮ম অনি: পর্বের, পর্ব সমাপনী পরীক্ষার ফরমফিলাপ ও ৪র্থ, ৬ষ্ঠ, ৭ম,ও ৮ম অনি: পর্বে পরিপূরক পরীক্ষার ফরমফিলাপ আগামী ০৯/১০/২০১৭ ইং তারিখ হইতে ১৯/১০/২০১৭ ইং তারিখ পর্যন্ত চলবে। বিলম্ব ফি ৩০০/- টাকা(ফরমফিলাপ)ও বিলম্ব ফি ৫০০/- টাকা (পরিপূরক) সহ ফরমফিলাপ ফি ২২/১০/২০১৭ ইং তারিখ  পর্যন্ত প্রদান করা যাবে। ২২/১০/২০১৭ ইং তারিখ  পর হতে কোন প্রকার পরীক্ষার ফরমফিলাপ ফি গ্রহণ করা হবে না। ফরমফিলাপ ফি প্রদানের সময় সকল বকেয়া পরিশোধ করতে হবে।

 
বিঃ দ্রঃ ক্লাস উপস্থিতির হার ও মধ্যপর্ব পরীক্ষার ফলাফল সন্তোষজনক না হলে ফরমফিলাপের অযোগ্য বিবেচিত হবে। (ফরমফিলাপ ফি পরিশোধ থাকা সত্ত্বেও) সকল ছাত্র-ছাত্রীকে বিভাগীয় প্রধানের নিকট হতে ফরমফিলাপের প্রত্যয়ন পত্র ২২/১০/২০১৭ ইং তারিখের মধ্যে নথি শাখায় জমা দিতে হবে। অন্যথায় সে সকল ছাত্র-ছাত্রীর ফরমফিলাপ করা হবে না এবং এর জন্য অত্র ইনস্টিটিউটর দায়ী থাকবে না।

 

স্বাক্ষরিত
(মো:আব্দুস সবুর)
অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট
দিনাজপুর

অফিস নোটিশ

অফিস নোটিশ

                 এতদ্বারা এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের সকল টেকনোলজির সকল পর্বের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অফিস কর্মকর্তা ও কর্মচারীগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বর্ষার ভারি বর্শন ও মারাক্তক বন্যা জনিত কারনে অত্র ইনস্টিটিউট আগামী ১৬ই আগষ্ট-২০১৭ইং তারিখ পর্যন্ত ক্লাস স্থগিত করা হলো তবে অফিস খোলা থাকবে। আগামী ১৯শে আগষ্ট-২০১৭ইং তারিখ ক্লাস ও অন্যান্য একাডেমিক কার্যক্রম যথানিয়মে চলবে।

 

                গার্ড ও মালির কাজ যথারীতি চলবে।

নোটিশ

              নোটিশ

            এতদ্বারা অত্র ইনস্টিটিউটের সকল ছাত্র/ছাত্রীদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, গত ০১/০৮/২০১৭ইং তারিখ হইতে ১ম, ৩য়, ৫ম ও ৭ম সেমিষ্টারের ক্লাস শুরু হয়েছে। প্রতিনিয়ত ক্লাসে উপস্থিত থাকার জন্য সকল ছাত্র/ছাত্রীদের বিশেষভাবে নির্দেশ প্রদান করা হইলো। চলতি সেমিষ্টারগুলোতে ছাত্র/ছাত্রীদের উপস্থিতি ৭৫% কম হলে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ফরম ফিলাপ এর অযোগ্য বলে বিবেচিত হইবে।

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)
এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট,
দিনাজপুর।

4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12